Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইসলামাবাদ ইউনিয়নের ইতিহাস
সংক্ষিপ্ত ইতিহাস: 
সম্ভবত ১৯৬৫ সালের পূর্বে  ইসলামাবাদ ইউনিয়ন ও সুলতানাবাদ ইউনিয়ন এই দুটি নিয়ে ইসলামপুর নামে একটি ইউনিয়ন ছিল। অতঃপর বিভিন্ন কারনে এই ইসলামপুর ইউনিয়নটি বিভাজন করে দুইটি ইউনিয়নে ভাগ করা হয়। যেহেতু একটি ইউনিয়ন থেকে আরেকটি ইউনিয়ন কে বাদ দেওয়া হয় এবং তৎকালীন চাঁদপুর মহকুমা প্রশাসক ছিলেন সুলতান আহম্মেদ। তাহার নামে একটি ইউনিয়নের নাম করণ হয় সুলতানাবাদ ইউনিয়ন এবং অপরটির নাম করণ করা হয় পাকিস্তানের রাজধানীর নামের সাথে মিল রেখে এবং পূর্বের ইউনিয়নের নামের সাথে মিল রেখে ইসলামাবাদ ইউনিয়ন নামে নাম করণ করা হয়। দুইটি ইউনিয়ন ভাগ হওয়ার পর নম্বর দেয়া হয়। ১৫নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ ও অপরটি ১৬নং সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ। পরবর্তীতে বৃহত্তর মতলব উপজেলা বিভাজনের পর মতলব উত্তর উপজেলাধীন নম্বর পরিবর্তন করে ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ নামে পরিচয় লাভ করে। এই ইউনিয়ন পরিষদের সর্বপ্রথম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মরহুম লুফতে আলী সরকার। পরবর্তীতে আঃ রহমান সরকার অতঃপর আলী হোসেন কেরানী অতঃপর ১৯৭৩ সালে নির্বাচিত হন রজ্জব আলী মুন্সি।